বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রিয়াঙ্কা শিকদার নামে ১০ বছরের এক শিশু শিক্ষার্থী অটোভ্যানের চাকায় ওড়না পেচিয়ে নিহত হয়েছে। বুধবার রাতে শহরের দশানী এলাকায় বাগেরহাট-খুলনা সড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে। বাগেরহাট সদরের ডেমার বাঁশবাড়িয়া গ্রামে দাদু বাড়ি বেড়ানোর পর সে মা-বাবার সাথে নিজ বাড়ির উদ্দেশে অটোভ্যান যোগে বাসস্ট্যান্ডে যাচ্ছিল। নিহত প্রিয়াঙ্কা চরখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরখালী গ্রামের জগদিশ শিকদারের মেয়ে।

প্রিয়াঙ্কার মা মিলন রানী শিকদার জানান, অসাবধানতায় ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে রাস্তার ওপর পড়ে গেলে তাৎক্ষণিক তাকে বাগেরহাট সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বাগেরহাটের রনবিজয়পুর গ্রামের অশোক পালের মেয়ে দিপা পাল(১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী দিপা মা-বাবার ওপর অভিমান করে বুধবার রাতে সকলের অলখ্যে আত্মহত্যা করে। একই রাতে ফতেপুর পালপাড়া গ্রামের ভবরঞ্জন ডাকাুয়ার স্ত্রী তপতী রানী ডাকুয়া বিষ পানে আত্মহত্যা করেছে।

পারিবারিক বিরোধে দুই ছেলে-মেয়ের মা তপতী আত্মহত্যা করে। তবে তপতীর পিতা ক্ষিরোদ মিস্ত্রী দাবি করেন যৌতুকের কারণে তার মেয়েকে স্বামী মারপিটের পর গলায় বিষ ঢেলে হত্যা করেছে। বৃহস্পতিবার উভয়ের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। উভয় ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

(একে/এএস/নভেম্বর ২৪, ২০১৬)