স্টাফ রিপোর্টার : আগামী ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার অনেক বড়, কিন্তু উচ্চাভিলাষী নয় বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, যদি গ্রহণযোগ্য নির্বাচন, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা যায়, তবে বাজেট বাস্তবায়ন করা সম্ভব।

শনিবার সকালে রাজধানীর লেকশোর হেটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৪-১৫ পর্যালোচনা’ শীর্ষক সংলাপে তিনি এ সব কথা বলেন।

কাজী আকরাম বলেন, যদি আকাঙ্ক্ষা বেশি না থাকে, তবে সেটা বাস্তবায়নে অনেক সমস্যা হয়। তাই, আমাদের বাজেট বড় হওয়ায় বাস্তবায়নের আকাঙ্ক্ষাও অনেক বেশি। আমাদের গত সব কয়টি বাজেট ৯৫-৯৬ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আশা করি, এবারের বাজেটও বাস্তবায়ন অসম্ভব হবে না।

(ওএস/এটিআর/জুন ১৪, ২০১৪)