চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলে আখের মূল্য বৃদ্ধির দাবিতে সমাবেশ করেছে চুয়াডাঙ্গা- দর্শনার আখ চাষীরা। বৃহস্পতিবার দুপুরে কেরুজ মিল গেটে এই সমাবেশ করে চাষীরা। সমাবেশে আখ চাষিরা আখের বর্তমান মূল্য মণ প্রতি ১১০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার দাবি জানান।

চলতি মাড়াই মৌসুমেই কৃষকদের এই দাবি পূরণ না হলে মিলে আখ সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা।

দর্শনা চিনিকলের আখচাষি কল্যাণসংস্থার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন চিনিকলের আখচাষি কল্যাণসংস্থার সহ-সভাপতি ওমর আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারী, উপদেষ্টা আকমত আলী,শহিদুল ইসলাম ও হুমায়ন আহমেদসহ অনেকেই।



(টিটি/এস/নভেম্বর ২৫, ২০১৬)