বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় তপন শীল (৩৫) নামে এক ব্যাক্তিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। এ ঘটনার আধা ঘন্টা আগে শহরের সুপারী পট্টি এলাকা থেকে মামুন পালোয়ান (৩২) নামে অপর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকান্ডের স্বীকার দুজনের লাশ ময়না তদন্ত শেষে পুলিশ শুক্রবার দুপুরে পরিবারের সদস্য কাছে হস্তান্তার করেছে।

নিহতের তপন শীলের স্ত্রী আখি শীল অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে তপনের সাথে তার ভায়রা হৃদয়ের বিরোধ ছিলো। এই বিরোধের জের ধরে হৃদয়ের লোকজন পরিকল্পিতভাবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির পাশে একটি পরিত্যাক্ত জায়গায় ধরে নিয়ে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় রাত ৯টায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত তপন শহরের বাসাবাটি এলাকার বিমল শীলের ছেলে।

অপরদিকে বাগেরহাট শহরের সুপারী পট্টি এলাকা থেকে মামুন পালোয়ান (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বসা অবস্থায় ঐ যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে। নিহত মামুন শহরের রেলস্টেশন এলাকার ধলু পালোয়ানের ছেলে। মামুনের পরিবারের সদস্যরাও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অবহিত করেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শহরের পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ দুটি ময়না তদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তার করা হয়েছে। এই দুটি পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। পুলিশ ময়না তদন্ত রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।



(এসএকে/এস/নভেম্বর ২৫, ২০১৬)