আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন রাজ্যের ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে।অল্পের জন্য ওই রাজ্যে জয় পাননি ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।এ বিষয়ে রিপাবলিকান শিবির থেকে এখনো কোনও বক্তব্য আসেনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের বিজয়ের দুই সপ্তাহেরও বেশি সময় পর এই আবেদন পড়লো । গ্রিন পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল স্টেইন এই আবেদন করেন। ডক্টর স্টেইন মিশিগান এবং পেনসিলভানিয়ার ভোট পুন-গণনারও অনুরোধ করেছেন।

যদিও উইসকনসিনে হিলারি ক্লিনটন জয় পেলেও মিস্টার ট্রাম্পের জয়ের ফলাফল উল্টে দেয়া সম্ভব হবে না।

ভোট পুন-গননার অনুরোধ পেয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে উইসকনসিন ইলেকশন কমিশন ।এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে ডক্টর স্টেইন একটি টুইটে লিখেছেন , আগামি সপ্তাহেই ভোট পুন-গণনা শুরু হবে।
এদিকে এই ভোট গণনার জন্য ফি হিসেবে মি. স্টেইনের প্রচার অফিসকে লাখ লাখ ডলার যোগার-যন্তর করতে হবে।

যদিও মার্কিন কর্মকর্তারা বলে আসছেন ৮ই নভেম্বরের নির্বাচনে এই তিন স্টেটে কোন ধরনের প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি ।

মিস্টার ট্রাম্পের ক্যাম্প থেকে অবশ্য ভোট পুন-গণনার বিষয়ে এখনো কোনও মন্তব্য আসেনি। উল্লেখ্য মিশিগানের ভোটের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা হয়নি।



(ওএস/এস/নভম্বের২৬,২০১৬)