আন্তর্জাতিক ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির অঞ্চলের নারওয়াল গ্রামের বস্তি আগুন লাগার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরো জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির ১৫০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো ৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় এনডিটিভি।

ভারতের গণমাধ্যম প্রতিষ্ঠান এএনআই তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, (জে অ্যান্ড কে) নারওয়ালের বস্তিতে আগুন লাগায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

জম্মুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিন্টেনডেন্ট রমেশ গুপ্তা হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানান, আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া তিন জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। আরো ছয়জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের শরীরের অধিকাংশ পুড়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। মিয়ানমার থেকে পালিয়ে আসা বেশ কিছু রোহিঙ্গা পরিবার নারওয়াল অঞ্চলে বস্তি তৈরি করে বসবাস করছিল। আগ্নিকাণ্ডের ঘটনায় সেই রোহিঙ্গাদের পাশাপাশি সেখানে বস্তিতে বসবাস করা অন্যদের ঘরাও পুড়ে গেছে।এনডিটিভি ও এএনআই।





(ওএস/এস/নভম্বের২৬,২০১৬)