গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।আজ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অভিযানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, গোপালগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিটু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবিনাশ সরকার, পৌরসভার সচিব কে.জি মাহমুদসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের ময়লা-আবর্জনা পরিস্কার করে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, এ শহরের আমাদের, তাই শহরকে আমাদেরই পরিস্কার রাখতে হবে। সবাইকে নিজ নিজ বাড়ি ও আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। সেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে। তা’হলে পরিস্কার থাকবে আমাদের শহর।

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু বলেন, এ কার্যাক্রমের মাধ্যমে শহরের প্রতিটি রাস্তা ও ড্রেন পরিস্কার করা হবে। সবাইকে যেখানে-সেখানে ময়লা-আর্বজনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলানোর আহবান জানান তিনি।






(পিএম/এস/নভেম্বর২৬,২০১৬)