রোদের আলো লাগছে ভালো

হিম কুয়াশার ঘোমটা খুলে
রোদ পড়েছে সর্ষেফুলে।

রোদ পড়েছে পালংশাকে
পালং রোদের আদর মাখে
খুশির দোলায় দুলতে থাকে
কষ্টগুলো ভুলতে থাকে।

রোদ পড়েছে লেখার খাতায়
দাদুর গায়ের ছেঁড়া কাঁথায়
নুইয়ে থাকা কাঁঠালপাতায়
ভূঁইয়ে থাকা চাষির মাথায়।

রোদ পড়েছে খুকুর ঠোঁটে
তাই তো কথার ফুলকি ছোটে
খুকুর কথার তালে তালে
নাচছে দোয়েল জারুল ডালে।

রোদ পড়েছে পুকুরপাড়ে
দাঁড়িয়ে থাকা বকের ঘাড়ে
রোদের ছোঁয়ায় মাছ মারে ডুব
তাই দেখে বক রাগ করে খুব।

রোদ পড়েছে দুই শালিকের
ছোট্ট বাসার দুয়ারে ঢের
রোদের পরশ মাথায় নিয়ে
পোকার খোঁজে যায় বেরিয়ে।

রোদ পড়েছে, রোদের আলো
লাগছে ভালো লাগছে ভালো।