লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :লোহাগড়া উপজেলার দেবী গ্রামের  চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার আসামীদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ, সমাবেশ ও  মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

শনিবার বিকাল ৪ টায় ছত্রহাজারীস্থ এলএসজেএন ইউনিয়ন ইনষ্টিটিউশনের উন্মুক্ত মঞ্চে শিক্ষক জাহিদুর রহমান মুন্সীর সভাপতিত্বে এবং নোয়াগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হক রোমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, নড়াইল জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবুল সাহা, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা রহমান কবিতা, সাংবাদিক সাথী তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুজ্জামান প্রিন্স, যুবলীগ নেতা গাইছুল আযম মাসুম প্রমুখ।

এসময় সভামঞ্চে উপস্থিত ছিলেন নিহত মামুনের পিতা ইকবাল মোল্যা ও মাতা সেলিনা বেগম।

প্রতিবাদ সমাবেশে বক্তারা মামুন হত্যাকান্ডে জড়িতদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম বেঁধে দেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

প্রতিবাদ সমাবেশের আগে এলাকাবাসী মামুন হত্যা মামলার আসামীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

উল্লেখ্য, ১৪ নভেম্বর উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে মামুন মোল্যা নিখোঁজ হওয়ার ৩ দিন পর দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত হন।





(আরএম/এস/নভেম্বর ২৬, ২০১৬)