সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৩০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর কানচিখালী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতদের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চির ওয়াপদা কলোনির হাফিজুর রহমান, শাহিনুর, আনারুল, মনিরুল, আব্দুল হামিদ, মইনুদ্দীন, আব্দুল আজিজ, নুরুজ্জামান, রুহুল আমিন, শহীদুল, ইউনুস, ইউসুফ, আনারুল, আমিরুল, আশরাফ, নজরুল, সালাম, কাদের, ফজের, মোশারফ, আশরাফের নাম জানা গেছে।

শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী জানান, গত কয়েক দিন আগে তার এলাকার বেশ কিছু জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। শনিবার সকালে তারা সুন্দরবনের মাহমুদা নদীর কানচিখালী এলাকায় মাছ ধরার সময় দস্যুরা ৩২ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। পরে তাদের মধ্যে থেকে ২ জনকে ছেড়ে দেওয়া হয়।

(ওএস/এটিআর/জুন ১৪, ২০১৪)