বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রাখালগাছী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক `জেএমবি সদস্য` (৪৫) নিহত হয়েছেন।

শনিবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৩টি হাতবোমা ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বন্দুকযুদ্ধে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে বাগেরহাটের রাখালগাছী এলাকায় ১২-১৪ জনের একদল জেএমবি সদস্য নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছে বলে খবর আসে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে বাগেরহাট মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের দুটি ইউনিট সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা পুলিশের উপর গুলি ছোড়ে।

পরে পুলিশও পাল্টা গুলি চালালে বাকি জেএমবি সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০১৬)