গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছেলের হাতে মারপিটের শিকার হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৃদ্ধ বাবা আমজাদ আলী (৬৮)।

খবর পেয়ে পুলিশ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ি গ্রাম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

আমজাদ আলী ওই গ্রামের মৃত ইছা শেখের ছেলে।

এরআগে, শনিবার রাতের যেকোনো সময় নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে রবিবার সকালে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আমজাদ হোসেনের সঙ্গে তার ছেলে জাফরুল ইসলামের পারিবারিক কলহ চলছিলো। এর জের ধরে শনিবার সন্ধ্যায় আমজাদ আলীকে মারপিট করেন জাফরুল ইসলাম।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরিবারের অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০১৬)