লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার সরস্বতী একাডেমীর ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য দুই রাউন্ড ফাঁকা গুলি করে ।

আহতদেরকে লোহাগড়া, নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ দিকে ওই বিদ্যালয়ের শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের সরস্বতী একাডেমীর ম্যানেজিং কমিটির ১৪জুন অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি প্রার্থী পাংখারচর গ্রামের কাজীপাড়ার এ্যাডভোকেট কাজী বশিরুল আহম্মদ সমর্থিত লোকজনদের সাথে পার্শ্ববতী চরদৌলতপুর গ্রামের অপর সভাপতি প্রার্থী মাসুদ রানাুুু সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরদৌলতপুর,পাংখারচর ,কাজীপাড়া এবং ফকিরেরচর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দু ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। লোহাগড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য দুই রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি বর্ষন করে। আহতরা হল এ্যাড কাজী বশিরুল আহমেদ, মহাসিন, ইমরান, আরজ আলী, রানা মোল্যা, আজিজুর, বিদ্যুৎ, বাচ্চাু, মফিজ, আসলাম ফকির, জামাল, কালা ফকির, মুকুল, জলিল, রিপন, হাফিজ, পিয়াস, তবিবার, ইদ্রিস, আমানউল্লাহ, রাফিজুর, শহীদুল।

তাদেরকে লোহাগড়া, নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, সংঘর্ষের কারণে শনিবার ওই বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির নির্বাচন স্থগীত করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুভাষ বিশ্বাস সংঘর্ষ নিয়ন্ত্রনের জন্য গুলি বর্ষনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(আরএম/এটিআর/জুন ১৪, ২০১৪)