সিরাজগঞ্জ প্রতিনিধি : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এ বছরের ডিসেম্বরেই আগামী প্রজন্মের প্রকল্প ঢাকা মেট্রো রেলের টেন্ডার আহ্বান করা হবে। ২২হাজার কোটি টাকা ব্যায়ে এই প্রকল্প যৌথভাবে অর্থায়ন করবে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ লিমিটেড (জাইকা)।

তিনি আরো বলেন, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৫৪ কিলোমিটার জায়গা গণপূর্ত ও রাজউকের কাছ থেকে বুঝে পাওয়া গেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে।

এ সময় ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রসঙ্গে বলেন, পদ্মা সেতুর মূল কাজের জন্য কার্য্যাদেশ প্রদানসহ প্রায় সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সাথে সেতু বিভাগের মূল কাজের চুক্তি স্বাক্ষরিত হবে।

শনিবার বেলা বারটার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটি বেলাই গাড়াবাড়ি সেতুর উদ্বোধন ও ভদ্রঘাট ইউনিয়নের পোরাবারিতে কাটাখালি নদীর উপরে নির্মিত হতে যাওয়া পোড়াবাড়ি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথাগুলো বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সাধারন সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরিসহ অন্যান্যরা।

(এসএস/এটিআর/জুন ১৪, ২০১৪)