সাতক্ষীরা প্রতিনিধি : ১৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে জলদস্যুরা ৩০জন জেলেকে অপহরণ করেছে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর কেষ্ণাখাল নামকস্থান থেকে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদেরকে অপহরণ করা হয়।

আগামি তিন দিনের মধ্যে মুক্তিপণের টাকা নির্ধারিত স্থানে পৌঁছে না দিলে তাদেরকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আপহৃত জেলেদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামে।

রমজাননগর ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, গত বুধবার অপহৃত জেলেরা সুন্দরবনে মাছ ধরার জন্য যায়। শনিবার সকালে তারা সুন্দরবনের মাহমুদা নদীর কেষ্ণা খাল এলাকায় মাছ ধরার সময় জলদস্যু আলিম ও জনাব আলী বাহিনীর সদস্যরা দু’টি ট্রলারসহ ৩৫ জন জেলেকে অপহরণ করে। পরে তাদের মধ্যে থেকে একটি ট্রলারসহ কালিঞ্চির আলাউদ্দীন, আব্দুল্লাহসহ পাঁচ জনকে মুক্তিপনের টাকা আনার জন্য ছেড়ে দেয়া হয়। বাকী ৩০ জনকে তারা ধরে নিয়ে যায়। তাদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়েছে। টাকা না দিলে তাদেরকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

কেখালি কোস্ট গার্ড এর পেটি অফিসার নাম গোপন রাখার শর্তে এ প্রতিবেদককে ৩০জন জেলের অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের উদ্ধারের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ব্যাপারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক কেরামত আলী মল্লিক জানান, কয়েকজন জেলে অপহরনের বিষয়টি তিনি শুনেছেন। তবে তার সংখ্যা সম্পর্কে তিনি নিশ্চিত নন। অপহৃতদের উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, অপহরণের ঘটনায় কোস্টগার্ড, বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযানের উদ্যোগ নিয়েছে।

(ওএস/এটিআর/জুন ১৪, ২০১৪)