বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরিদর্শন কালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, ‘ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ। এই হ্যারিটেজের পুরাকৃর্তিগুলো সংস্কৃতি বৈচিত্রের নিদর্শন রয়েছে এই মসজিদে। সংস্কারের মাধ্যমে হযরত খান জাহানের প্রতিষ্ঠিত মসজিদটির পুরানো রুপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।  ঐতিহাসিক এই মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি।’ 

বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বাগেরহাট শহরতলীর ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন শেষে সেখানে প্রত্নতত্ত অধিদপ্তরের যাদুঘর পরিদর্শন করেন। যাদুঘর পরিদর্শন কালে তিনি প্রায় ৬’শ বছর পূর্বের খান জাহান (র:) এর ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন পুরাকির্তীর স্বারক ও প্রত্নবস্তু ঘুরে ঘুরে দেখেন।

মার্কিন রাষ্ট্রদূতের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও প্রত্নতত্ব অধিদপ্তরের জাদুঘর পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ইউএসএইড মিশনের পরিচালক জেনিনা মেরুজেলস্কি, ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর থমাস লাভ, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রত্নতত্ত বিভাগের কাষ্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন ।

মার্কিন রাষ্টুদূত ষাটগম্বুজ মসজিদে এসে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জাানান বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু।

(একে/এএস/ডিসেম্বর ০১, ২০১৬)