ফরিদুল ইসলাম (রঞ্জু) : ঠাকুরগাঁওয়ের হরীপুর উপজেলার চাপাসার ও কোচাল সীমান্তের মাঝামাঝি কুলিক নদীর তীরে একদিনব্যাপী পাথর কালি মেলার আয়োজন করা হয়েছেl শুক্রবার সকাল ১০টা হতে বিকেল ০৫ টা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়l

প্রতি বছর দুই বাংলার মানুষ তাদের আত্নীয়-স্বজনদের এক নজর দেখবার জন্য দিনটির জন্য উম্মুখ হয়ে থাকেlনোম্যানস ল্যান্ডে গিয়ে তাঁরা কাটাতারের এপার-ওপার কথা বলে আর প্রিয় জিনিস ছুঁড়ে দেয়l ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারীসহ উত্তর বঙ্গের অনেক জেলার মানুষ এই সীমান্তে এসে ভীড় জমায়, প্রিয়জনকে এক নজর দেখতে কথা বলতেlনীলফামারী থেকে আসা আলী আকবর(৮০)জানান,সাতচল্লিশে দেশ বিভক্তির পর তার আত্নীয়-স্বজন ঐ পারেই থেকে গেছেlতাই প্রতিবছর এই দিনটিতে তাঁরা কাটাতারের দুই পাড়ে মিলিত হয়l

এখানে মিলিত হতে পাসপোর্ট, ভিসা লাগেনাl তবে তিনি আক্ষেপ করে বলেন, যদি গেট উম্মুক্ত করে দেওয়া হতো কতইনা ভাল হতোlদিনাজপুরের বীরগঞ্জ থেকে আসা মোসলেম জানান,এখনো তাঁর আত্নীয়দের খুঁজে পাননি তিনি, তাদের পেলে সাথে নিয়ে আসা কিছু জিনিস দিয়ে যাবেনl পঞ্চগড় থেকে আসা মৌরী (১০) জানায়,তার বাবা-মায়ের কাছে তার দাদুদের কথা শুনেছেl তাই বাবার সাথে তাদের দেখতে এসেছেlপ্রতিবছর দিনটিকে ঘিরে প্রায় লক্ষাধিক মানুষের বিচরণ ঘটে মেলা প্রাঙ্গনে প্রিয় মানুষের সান্নিধ্য পাবার জন্যl

(এফআইআর/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)