চুয়াডাঙ্গা প্রতিনিধি : “দেশ প্রেম, মানবকল্যাণ, সততা ও নিরপেক্ষতায় আমরা সংসপ্তক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হলো বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস।

শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিসো কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে রিসো সভাকক্ষে উষা সংস্থার নির্বাহী পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগি সংগঠন রিসো, আলাপ, পাস, উষা, এমকেএস, র‌্যাড, মৌচাক, ওয়ার্প ও গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

(টিটি/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)