লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় শুক্রবার ভোরে জেলেদের জালে আড়াই মণ ওজনের এক ডলফিন ধরা পড়েছে। ডলফিনটি দেখতে আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ ভিড় করছে। জানা গেছে, শুক্রবার ভোরে ইতনা ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের জেলে তাহের ও মগরব শেখ পাশ্ববর্তী মধুমতি নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। ভোর সাঁড়ে ৫টার দিকে জেলেদের জালে ধরা পড়ে আড়াই মণ ওজনের একটি ডলফিন।

জেলেরা ডলফিন নিয়ে স্থানীয় রাধানগর বাজারে এলে আশেপাশের এলাকায় এ খবর ছড়িয়ে পড়ে। এ সময় মাছটিকে একনজর দেখতে লোহাগড়া, লক্ষ্মীপাশা, মল্লিকপুর, জয়পুর, করফা, দৌলতপুর, কুমারডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ওই বাজারে ভিড় করে।

এ বিষয়ে জেলে তাহের শেখ বলেন, ভোর বেলায় জালে এ মাছটি জড়িয়ে যায়। মাছটিকে উপরে টেনে তুলতে আমাদের অনেক কষ্ট হয়েছে। ভেবেছিলাম বড় ধরণের কোন মাছ হবে।

(আরএম/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)