লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা আদর্শ মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের পিতা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউপি’র রামকান্তপুর গ্রামের তওজম শেখের মেয়ে ও লক্ষ্মীপাশা আদর্শ মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোসাঃ লিমা খানম (১৮) স্কাউট ট্রেনিংয়ে অংশগ্রহন করার জন্য গত ২৬ নভেম্বর বাড়ি থেকে বের হয়। রামকান্তপুর কাঁঠালতলা বাসষ্ট্যান্ডের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পার্শ্ববর্তী শালনগর গ্রামের শাহ নেওয়াজ খানের ছেলে এস এম নাফিজ খান (২২) এর নেতৃত্বে ৩/৪জনের একদল অপহরণকারী মাইক্রোবাসে করে লিমা খানমকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃত লিমার পিতা সহ পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজ খবর করেও লিমার কোন সন্ধান পায়নি।

এ ঘটনায় নাফিজ খানকে প্রধান আসামী করে অপহৃত লিমার পিতা তওজম শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলা নং-২১,তাং-২৯/১১/২০১৬ইং। অপহৃত লিমার বড় বোন শিলা বেগম কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘আমার বোনকে বখাটে নাফিজ বিভিন্ন সময় প্রেম নিবেদন সহ কু-প্রস্তাব করে আসছিল। কিন্তু লিমা বরাবরই নাফিজের প্রস্তাব প্রত্যাখান করে । এর জের ধরে নাফিজ সহ তার সহযোগীরা লিমাকে অপহরণ করেছে।’

লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিহির পাল শুক্রবার সাংবাদিকদের জানান, ‘অপহৃতকে উদ্ধারের জন্য মোবাইল ট্রাকিংসহ গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। ’

(আরএম/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)