গোপালগঞ্জ প্রতিনিধি : মায়ানমারে রোহিঙ্গাদের উপর হত্যা-নির্যাতনে প্রতিবাদে গোপালগঞ্জে শত কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এ মানববন্ধন কর্মসূচীতে অন্ততঃ ২৫ হাজার লোক অংশ নেন। যদিও আয়োজকদের পক্ষ থেকে লোকসংখ্যা দ্বিগুন বলে দাবি করা হয়েছে। কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড, গওহরডাঙ্গার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলার ২ শতাধিক কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

আজ সোমবার জেলার প্রবেশ দ্বার মুকসুদপুর সীমানা থেকে কাশিয়ানী উপজেলার উপর দিয়ে গোপালগঞ্জ জেলা সদর হয়ে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মোল্লাহাট, টেকেরহাট ও নড়াইলের নড়াগাতি পর্যন্ত শত কিলোমিটার এলাকায় মানববন্ধন রচনা করা হয়।

এসময় বিভিন্ন মাদ্রাসার মোহতামিমগন বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এর আগে মানববন্ধন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড, গওহরডাঙ্গা, বাংলাদেশের মহাসচিব মাওলানা শামচুল হক। কর্মসূচী চলাকালে কোথাও কোথাও অং সান সূচীর কশপুত্তলিকা দাহ করা হয়।

(পিএম/এএস/ডিসেম্বর ০৫, ২০১৬)