কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : এখন আর তাদের রাস্তার মাটি কাটা কিংবা অন্যেও বাড়িতে ঝি’র কাজ করতে হবে না। বছরের পর বছর সীমাহীন কষ্ট সহ্য কওে তারা নিজেরাই এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। পটুয়াখালীর কলাপাড়ার দূর্গম ডালবুগঞ্জ ইউনয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র ৩৩ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়ে এ স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেন ইউপি চেয়ারম্যান আঃ সালাম সিকদার।

সোমবার দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলজিএসপি-২ এর অর্থায়নে এ দুঃস্থ্য মহিলাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার। ইউপি চেয়ারম্যান আঃ সালাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রমুখ।

ইউপি চেয়ারম্যান আঃ সালাম সিকদার বলেন, সেলাই মেশিন বিতরনের আগে প্রত্যেককে তিনি বিশেষজ্ঞ দর্জি দিয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন যাতে মেশিন হাতে পেয়েই তারা উপার্জনের শুরু করতে পারেন।

(এমকেআর/এএস/ডিসেম্বর ০৫, ২০১৬)