ছড়া তুই ছড়া

ছড়া তুই ছড়া
বল দেখি তুই কোন
ধাতু দিয়ে গড়া!

এত লিখি, কাটি-ছিঁড়ি
তবু তোর টিকিটাও
যায় না যে ধরা!

কোথায় থাকিস বল?
তিনবেলা খাস বুঝি
ছন্দের বড়া!

তোর গায়ে ছন্দের
টোল দেখে পাঠকের
চোখ ছানাবড়া!

নামীদামী অনেকেই
অন্ত্যমিলের কাছে
খায় শুধু ধরা!

কেন তুই নিজে নিজে
আজকাল ভাবছিস
ধরাকেই সরা?