ঠাকুরগাঁও প্রতিনিধি : শনিবার দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত দলীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জের শামীম ওসমান প্রসঙ্গে সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বলেন, এ অবৈধ সরকার ভয়াবহ সন্ত্রাসী ও খুনিদের সঙ্গী। বিরোধী দলকে নির্মূল করতে এক বছরে বিএনপির ৩১০ নেতাকর্মীকে খুন ও ৩৭ জনকে গুম করেছে তারা।

জেলা কমিটির সহ-সভাপতি শাহেদ কামাল ডালিম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৈয়মুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হালিম, পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, নূর করিম, অধ্যক্ষ নূরুল ইসলাম, আইনুল হক মাস্টার, ফোরাতুন নেহার, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, আব্দুল হামিদ প্রমুখ।

মির্জা ফখরুল আরও বলেন, জনগণের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ’৮৬ ও ’৮৮ নির্বাচন দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকতে পারেননি। তাকে গণঅভ্যুত্থানে বিদায় নিতে হয়েছে। একই পথে হাঁটছেন হাসিনাও। তারও বিদায় ঘণ্টা বেজে উঠেছে।

সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়া স্বর্ণের জায়গায় পিতল দেওয়া হয়েছে, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

(ওএস/অ/জুন ১৪, ২০১৪)