ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : সবুজ ত্রিশাল গড়ার লক্ষে গাছের চারা বিতরণ ও পরিচর্যার মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তর ও এটুআই প্রকল্পের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত ও ভিাগীয় সেরা প্রশাসনের পুরস্কার গ্রহন করায় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন।

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার পালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেরন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, উপজেলা প্রকল্প বাসবায়ন কর্মকর্তা মোজাহারুল হক, যুব কর্মকর্তা আবু জুলহাস, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, নাজমুল হক, শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, গোলাম মোহাম্মদ বাদল, আব্দুল কদ্দুছ, আনিছুর রহমান ভুট্রো প্রমুখ।

বক্তব্যে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন আমরা ত্রিশালে সকল প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপনের পাশাপাশি হেলড কারে মাধ্যমে পরিচর্য়া ব্যবস্থা করি। পাশাপশি সামাজিক যেগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে অগ্রনী ভুমিকা পালন করে ইউনিয়ন তথ্য সো কেন্দ্র গুলো। এ পুরস্কার সারাদেশের ৪৯০ উপজেলার সেরা পুরস্কার। এ কোন ব্যক্তির নয় বরং এটা উপজেলা প্রশাসনের কৃতিত্ব। ত্রিশাল বাসী আজ সেরা পুরস্কারের অংশীদার।

(এমএন/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)