পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে ৬ শতাধিক ছাত্রী হাতে হাতে লাল কার্ড নাড়িয়ে ‘বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে’ শপথ করে প্রতিবাদ জানিয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরের কছিমন নেছা বালিকা বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের মাধ্যমে সভাটি হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল।

সভায় ইউএনও কমল কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম মিথি, ওসি রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, বাশিস’র পীরগঞ্জ শাখার সভাপতি ও প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু, সম্পাদক আবু আজাদ বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়টির ৬ শতাধিক ছাত্রীকে শপথ পাঠ করা হয়। পরে হাতে হাতে লাল কার্ড নাড়িয়ে ছাত্রীরা বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে প্রতিবাদ জানায়।

(জিকেবি/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)