সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একটি মাজারকে ঘিরে দু’দল গ্রামবাসীর মুখোমুখি অবস্থানের কারণে ১১৪ ধারা জারি করেছে প্রশাসন।

উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রামের মোকাম (মাজার) এলাকায় বৃহস্পতিবার বিকেল থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিশ্বম্ভরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিহির রঞ্জন দেব শুক্রবার সকাল ১০টায় বলেন, রামপুর গ্রামের মাজারে (মোকামে) স্থানীয় বক্তবৃন্দ বেশ কিছুদিন ধরে প্রতি বৃহস্পতিবার ওরস বসিয়ে আসছেন।

বৃহস্পতিবার বিকেলে এ ওরসকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষ মারমুখি অবস্থান নিলে তাৎক্ষণিক ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

তিনি বলেন, পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাজার এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মাজার এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

(ওএস/এএস/ডিসেম্বর ০৯, ২০১৬)