শেরপুর প্রতিনিধি : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর শনিবার শেরপুর সেমিনার ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর নিউমার্কেট অবকাশ মিলনায়তনে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি)-এর সহযোগিতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে আদিবাসী গবেষক-মানবাধিকার কমী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার প্রধান আলোচক এবং শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। আইইডি’র সহ-সমন্বয়কারি তারিক হাসান মিঠুলের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী প্রমুখ। সেমিনারে বিভিন্ন শ্রেনী-পেশার অর্ধশতাধিক লোক উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা এ উপলক্ষে দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

(এইচবি/এএস/ডিসেম্বর ১০, ২০১৬)