বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌর মেয়র মোঃ ইসলাম বেবী বলেছেন, বিশ্বের দরবারে একটি দেশ ও এলাকার পরিচিতি এবং সামগ্রীক উন্নয়নে ফটোর ভূমিকা সবচেয়ে বেশী । একটি সংবাদ পরিবেশন করে পাঠকদের যতটুকু আকৃষ্ট করা যায় তার চেয়ে বেশী আকৃষ্ট হয় একটি ফটো দেখে।

বান্দরবান পর্যটনের জেলা হিসেবে বিশ্বের কাছে বহুলাংশে পরিচিতি করিয়েছে ফটো। মানুষ ফটো দেখে বলতে পারে এটি কোন জেলার পর্যটন স্পট। আজ শনিবার আলোকচিত্র বিষয়ক পত্রিকা পোট্রেট ও বান্দরবান প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ডিজিটাল ফটোগ্রাফী বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২দিনব্যাপী আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরী, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্ণেল জহিরুল হাসান, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সেক্রেটারী একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদের সদস্য মোজ্জাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী, এসি ল্যান্ড নুর এ জান্নাত রুমি, পোট্রেট এর সম্পাদক রুপম চক্রবর্তী, প্রশিক্ষক হাবিব চৌধুরী মিঠু, রনি দাশ, বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক বাটিং মারমা প্রমুখ বক্তব্য রাখেন।

বান্দরবান হর্টিকালচার সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

(এএফবি/এএস/ডিসেম্বর ১০, ২০১৬)