আন্তর্জাতিক ডেস্ক : মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে ভাসছে ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্য। সদ্যপ্রয়াত তামিলনাড়ুর এই মুখ্যমন্ত্রীর মৃত্যু সহজেই মেনে নিতে পারছেন না ভক্তরা। সাবেক এই অভিনেত্রী ও মুখ্যমন্ত্রীর শোকে তামিলনাড়ুতে এখন পর্যন্ত ৪৭০ জনের প্রাণহানি ঘটেছে। জয়ললিতার চিরবিদায় মেনে নিতে না পেরে এদের অনেকেই হার্ট অ্যাটাকে অথবা আত্মহত্যা করেছেন।

রবিবার দেশটির সংবাদসংস্থা এএনআই এক প্রতিবেদনে বলছে, জয়ললিতার রাজনৈতিক দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিদা মুন্নেত্রা কাঝাগাম (এআইএডিএমকে) জানিয়েছে, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার শোকে এখন পর্যন্ত মোট ৪৭০ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে এআইএডিএমকে বলেছে, পুরাচি থালাইভি আম্মার শোক মেনে নিতে পারছেন না ভক্ত ও সমর্থকরা। আম্মার শোকে মোট ৪৭০ জন মারা গেছেন; এদের প্রত্যেকের পরিবারকে দল থেকে ৩ লাখ রূপি দেয়ার ঘোষণা দিয়েছে এআইএডিএমকে।

গত ৫ ডিসেম্বর জয়ললিতার মৃত্যুর পর আত্মাহুতির চেষ্টাকারী ভক্ত ও সমর্থককে ৫০ হাজার রূপি দেয়ার ঘোষণা দেয় তামিলনাড়ুর ক্ষমতাসীন দলটি। এ ছাড়া সাবেক মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর এক ব্যক্তি নিজের আঙুল কেটে ফেলায় তাকেও ৫০ হাজার রূপি দেয়ার কথা জানায় এআইএডিএমকে।

চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাবেক অভিনেত্রী জয়ললিতা ৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন। এর পরদিন রাজ্যের তুমুল জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী মারা যান।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০১৬)