আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভারত ভাগ করার ষড়যন্ত্র করছে বলে ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তবে ইসলামাবাদের এই চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়ায় রবিবার এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, ধর্মের ভিত্তিতে ভারতকে বিভক্ত করার চক্রান্ত করছে পাকিস্তান। যদিও তাদের এ প্রচেষ্টা কখনোই সফল হবে না। ১৯৪৭ সালে ধর্মীয় কারণেই আমাদের আলাদা হতে হয়েছিল। আমরা ভুলিনি, সব ভারতীয় আমাদের ভাই। সে হিন্দু হোক বা মুসলিম। এ দেশে হিন্দু, মুসলিম শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে।

রাজনাথ আরও বলেন, পাকিস্তান দেশ থেকে সন্ত্রাসবাদ সমূলে উৎপাটন করতে চাইলে ভারত তাদের পাশে দাঁড়াবে। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করত চাই। প্রত্যেক প্রধানমন্ত্রীই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন। কিন্তু তারা শান্তির ভাষা বোঝে না। পাকিস্তান চারবার আক্রমণ ভারতে হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে আমাদের সেনারাও।

ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দুর্বলদের অস্ত্র; সাহসীদের নয়। এদিকে, রাজনাথের এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ করেছেন দেশটির বিরোধীদল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, পাকিস্তান যে ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করার চেষ্টা করছে, এই বক্তব্যে তিনিও একমত পোষণ করেন। একই সঙ্গে রাজনাথকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঠিক একই কাজ করছেন।

(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০১৬)