কিশোর যোদ্ধা

গাইবে পাখি মধুর সুরে
হানাদারের বাঁধা,
ভীরুর মতো পশুর দলে
হানা দিলো রাতে,
গোলাবারুদ অস্ত্র সস্ত্র
সবই ওদের হাতে।
দেশের মানুষ গর্জে উঠে
পেরিয়ে সব ধাঁধাঁ।
স্বাধীনতার যুদ্ধে ছুটে
তরুণ কিশোর ছেলে,
হানাদারের কবল থেকে
করতে মুক্ত মাটি,
জীবন দিলো হাসি মুখে
চাওয়া ছিলো খাঁটি।
বাংলা মায়ের কোলেই কেবল
এমন রত্ন মেলে।