নিউজ ডেস্ক : পৃথিবীতে সব জিনিসের বিনিময় করা সম্ভব কিন্তু একটি বিষয়ের কখনোই বিনিময় সম্ভব না। আর সেই মহামূল্যবান বিষয়টি হল বাবা মায়ের ভালোবাসা। বাবা মা এমনই এক মূল্যবান সম্পদ যেগুলোর সাথে কোনো কিছুরই বিনিময় সম্ভব না। সন্তানের সকল ধরনের সুখে দুখে সবসময় পাশে থাকেন বাবা মা। আগামীকাল বিশ্ব বাবা দিবস। আপনি চাইলে আপনার বাবাকে খুশি করতে পারেন তার প্রিয় জিনিসগুলো উপহার দিয়ে। জেনে নিন ঠিক কী ধরনের উপহার বা সারপ্রাইজ দিতে পারেন এই দিনটিতে।

কেক কাটতে পারেন :
বাবাকে ভালোবাসি লেখা বড় একটি কেক এনে তাকে সারপ্রাইজ দিতে পারেন। বাবাকে প্রথমেই কোনো কিছু না বলে তার সামনে কেকটি হাজির করুন। এতে করে দেখবেন আপনার বাবা অনেক বেশি খুশি হয়েছেন।
বাবাকে নিয়ে কোথাও ঘুরতে যান :
বাবা দিবসে সবচেয়ে ভালো উপহার হতে পারে বাবাকে নিয়ে সারাটি দিন কোথাও ঘুরে আসুন। এতে করে বাবার সাথে ভালো কিছু মুহূর্ত কাটাতে পারবেন। ঘুরে আসতে পারেন ঢাকার ভালো কোনো রেস্টুরেন্টে বা ভালো কোনো পার্কে। বাবা অনেকদিন ধরে বাসায় বন্দী হয়ে থাকলে তারও কিছুটা ভালো লাগবে। এমনও হতে পারে তাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যেতে পারে। এর ফলে গ্রামের পরিবেশে আপনার বাবা অনেক বেশি খুশি হবেন।
একসাথে বসে ওয়ার্ল্ডকাপ দেখুন :
অফিসের ব্যস্ততার মাঝে হয়ত বাবার সাথে সময় খুব একটা কাটাতে পারেন না। এতে করে বাবা বুঝছেন যে আপনি হয়ত অনেক ব্যস্ত কিন্তু মন খারাপও করছেন। এমন পরিস্থিতিতে বাবাকে বাবা দিবসে সারপ্রাইজ দিতে তার সাথে ওয়ার্ল্ডকাপ খেলা দেখতে পারেন। এতে তাকে অনেকখানি সময়ও দিতে পারবেন আবার বাবা অনেক বেশি খুশিও হবেন।
বই উপহার দিন :
আপনার বাবা যদি বই পড়তে ভালোবাসেন তাহলে এবারের বাবা দিবসে তাকে ভালো ভালো অনেকগুলো বই উপহার দিতে পারেন। বই হতে পারে এবারের সবচেয়ে দামী একটি উপহার। আপনার বাবা এসব বই পেয়ে অনেক বেশি খুশি হতে পারেন। তাই এখন থেকেই ভাবুন ঠিক কোন ধরনের বই আপনি তাকে উপহার দিতে পারেন।
ছবির অ্যালবাম সারপ্রাইজ দিন :
আপনার বাবাকে খুশি করতে আরেকটি বিষয় ভাবতে পারেন। সেটি হল আপনার বাবার কলেজ জীবনের বা ভার্সিটি জীবনের কিছু দুর্লভ ছবি একটি সুন্দর অ্যালবামে করে সাজিয়ে দিতে পারেন। এতে করে আপনার বাবার পুরোনো দিনের সেই সোনালী দিনগুলো আবার চোখের সামনে ভেসে উঠবে এবং আপনার বাবা অনেক বেশি খুশি হবেন।
(ওএস/এএস/জুন ১৪, ২০১৪)