আন্তর্জাতিক ডেস্ক : এবার বাড়িতেও প্রকাশ্যে ধূমপান করা নিষিদ্ধ করছে চীন। আর তা ২০১৭ সাল থেকেই করা হবে। দেশটিতে প্রতি বছর ২৩ লাখ টন সিগারেট উৎপাদন হয়। তবে ধূমপান নিষিদ্ধে চীনা সরকার বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। খবর বিবিসির।

এক গবেষণায় সতর্ক করা হয়েছে যে- যদি ধূমপান পরিহার না করে তাহলে দেশটির ২০ বছরের নিচে এক তৃতীয়াংশ লোকের অকাল মৃতু্ হবে। গবেষণাটি ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত হয়। এতে বলা হয়- দেশটিতে পুরুষদের দুই-তৃতীয়াংশই ধূমপান শুরু করে ২০ বছর বয়সের আগেই।

(ওএস/এএস/ডিসেম্বর ১৩, ২০১৬)