বিজয় হলো

বিজয় হলো
মাতৃভূমি রক্ষা করা, একটা স্লোগান
বিজয় হলো
বাঙ্গালীদের রক্তে গড়া, একটা অবদান।
বিজয় হলো
সকাল বেলার লাল সূর্য, শিশুর মুখের হাসি
বিজয় হলো
মাঠে চরা রাখাল ছেলের, মধুর সুরের বাঁশি।
বিজয় হলো
স্বাধীন ভাবে জীবন যাপন, অবাধ চলা ফেরা
বিজয় হলো
সবুজ শ্যামল দেশটা আমার, স্বপ্ন দিয়ে ঘেরা।
বিজয় হলো
মায়ের কোলে মাথা রেখে, শান্তিতে ঘুম যাওয়া
বিজয় হলো
মাতৃভূমি স্বাধীন হওয়া, একটা প্রতীক পাওয়া।


একটা গল্প বলি

একটা গল্প বলি শোন
গল্পটা- তো ভয়ংকর,
যুদ্ধ করে আনলো বিজয়
বিজয় আমার অহংকার ।

মাতৃ ভুমি রক্ষা করতে
অস্ত্র কাঁধে চলি,
শহীদ রক্তে অর্জিত সেই
বিজয় গল্প বলি।
পাক সেনারা চালায় গুলি
মারলো জ্ঞানী-গুনী ,
আগুন জ্বালায়, বাড়ি পোড়ায়
সেই গল্পটাই শুনি।

বাঙ্গালীদের রক্তে ওরা
খেলে হোলি খেলা,
নদীর জলে ভেসে চলে
লাশের সারির ভেলা।

প্রতি শোধে উঠলো ক্ষেপে
একটি দামাল ছেলে,
দেশ রক্ষায় যেতে হলো
কয়েক বারই জেলে।

সিংহের মতো গর্জে ওঠে
বাঘের মতো হুংকার,
মাতৃভূমি রক্ষা করতে
হয় চেহারা ভয়ংকর।

সেই হুংকার উঠলো কেঁপে
পড়লো সাড়া বিশ্বে,
মহান তিনি জাতির পিতা
তিনি সবার শীর্ষে ।