আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কেন্দ্রীয় কায়সেরী শহরে একটি বোমা হামলার ঘটনায় ১৩ সেনা নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবারের ওই হামলার ঘটনায় আরো ৪৮ জন আহত হয়েছে। খবর বিবিসি এবং এএফপির।

একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে সেনা সদস্য এবং বেসামরিক নাগরিকদের বহনকারী একটি বাসে হামলা চালানো হয়। সে সময় সেনা সদস্যরা অফ ডিউটিতে ছিলেন।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম দোগান নিউজ এজেন্সি জানিয়েছে, একটি গাড়িবোমা হামলার কারণেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

মাত্র এক সপ্তাহ আগেই ইস্তাম্বুল শহরে ভয়াবহ বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৪৪ জন প্রাণ হারায়। ওই হামলার দায় স্বীকার করেছে কুর্দিশ যোদ্ধারা।

চলতি বছর কুর্দিশ যোদ্ধা এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের ভয়াবহ সিরিজ হামলার শিকার হয়েছে তুরস্ক।

(ওএস/এএস/ডিসেম্বর ১৭, ২০১৬)