অভিলাষ

মানুষের অভিলাষগুলো মৃত্তিকা নির্মিত ,
তাঁর রূপ গাঢ় ইষৎ আবার ধূসর নিয়ন্ত্রণহীন।
প্রত্যেকের অনিয়ন্ত্রিত অভিলাষগুলো
সন্ধ্যার প্রিয় ধ্রুবতারার পানে চেয়ে চেয়ে
এক ছায়াপথ থেকে অন্য ছায়া পথে
পৌঁছাতে না পৌঁছাতে
সারারাত জুড়ে শিশির ভেজা
বকুল হয়ে ঝরে পড়ে,
যায় মৃত্তিকার উঠোনে।
পদদলিত মৃত্যু তাঁর অনিবার্য-
মৃত্তিকার গর্ভেই পুনরায় তাঁর
প্রেতজন্ম।
প্রিয়তম আমার অভিলাষ গুলোও
এমনি!
অন্তত শিশির ভেজা ঝরা বকুল ভেবে
তোমার মুঠোয় রেখ,
প্রাণ ভরে নিও ইন্দ্রজালিক সুঘ্রাণ,
সময়ের হাত ধরে আমাকে পাহারায়
রেখ ওই ডাগর আঁখিতে,
অপেক্ষায় দাঁড়িয়ে রেখ দরজার
ওপারে আমার সমস্ত অভিলাষ-
প্রিয়তম তোমার কাছে আমার এতটুকু
অভিলাষ অন্যকিছু নয়।