নারায়ণগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের যেসব অভিযোগ তা রাজনৈতিক স্ট্যান্ডবাজি।

তিনি বলেন, উনি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যার আশ্রয় নিয়ে সাখাওয়াত কখনো পার পাবেন না।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরের ২১, ২২ নং ওয়ার্ডে প্রচারণার সময়ে গণমাধ্যমে এসব কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

ডা. আইভী বলেন, মিথ্যার আশ্রয় নিয়ে জনগণের ভোট পাওয়ার কোনো দরকার নেই আমার। জনগণ আমাকে যোগ্য মনে করলে ভোট দেবেন। আমি কঠিন সত্যের মধ্যে দাঁড়িয়েও সত্য কথা বলি। কঠিন প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও আমি কখনো মিথ্যার আশ্রয় নেইনি। আমার এমন কোনো লোক নেই, এমন কোনো বাহিনী নেই, যে কাউকে হুমকি-ধামকি দেবে।

আওয়ামী লীগের এ প্রার্থী আরও বলেন, এ পর্যন্ত আমি সাখাওয়াত ভাইকে বলেছি যদি কোথাও কিছু হয় আমাকে বলবেন। আমি নিজে ব্যবস্থা নেবো এবং সে যদি আমার ভাইও হয় তাহলে আমি তাকে আইনের হাতে তুলে দেবো। এর চেয়ে বেশি কোন একজন প্রার্থী বলতে পারে না। তারপরও তিনি যা প্রচারণা করছেন সেটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। মিথ্যা কথা বলে মানুষকে ভয় দেখাচ্ছেন তিনি।

এর আগে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিভিন্ন স্থানে প্রচারণায় অভিযোগ করেন, তার নেতাকর্মীদের বাসায় গিয়ে আওয়ামী লীগের লোকজন হুমকি-ধামকি দিচ্ছে। যাতে তারা সাখাওয়াত হোসেনের পক্ষে নির্বাচনে কাজ না করে। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডা. সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।

আইভী আরও বলেন, ওনাকে নির্দিষ্ট করে বলতে হবে। আমার কোনো বাহিনী আছে কিনা। আমি চলি একা, ঘুরিও একা। মানুষের সঙ্গে একা একা কথা বলছি। তাহলে কারা ওনার নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে এটা পরিষ্কার করে বলতে হবে।

ডা. আইভী আরও বলেন, আমার কাছে সব ভোটার সমান। হিন্দু-মুসলিম সবাই সমান এবং আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সবাই সমান। একজন সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সিটির সবাই সমান। সুতরাং কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।

(ওএস/এএস/ডিসেম্বর ১৭, ২০১৬)