সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৭২ গ্রাম। বাজার মূল্য কোটি টাকা বলে জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার বেলা ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৫২ ফ্লাইট থেকে এসব বার উদ্ধার করা হয়।

বিমানবন্দরের সহকারী কমিশনার (শুল্ক বিভাগ) সাজ্জাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিজনেস ক্লাসের ৪২নং সিটের ওপরের কেবিন খুলে একটি প্যাকেটে ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়।

(ওএস/এএস/ডিসেম্বর ১৭, ২০১৬)