দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে ৪টি ককটেলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় আটককৃতদের মধ্যে ২ জন শিবির ক্যাডার এবং অপরজন বিএনপির ক্যাডার। আজ বুধবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের এনামূল হকের ছেলে শিবির ক্যাডার হুমায়ুন কবীর (২৬), একই উপজেলার বলদিয়াপাড়া গ্রামের আব্দুল্লাহেল কাফির ছেলে শিবির ক্যাডার মুক্তার হোসেন (২৫) এবং বলগাছি গ্রামের বিএনপি কর্মী মোফাজ্জল হোসেন (৩৫)। তাদের কাছে রাখা একটি চটের ব্যাগ থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, বিএনপি সমর্থিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন চৌধুরী আজ বুধবার উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে জামায়াত-শিবির ও বিএনপি ক্যাডাররা উপজেলা পরিষদ কার্যালয়ের আশেপাশে ভীড় জমাতে থাকে। জামায়াত-শিবির ও বিএনপি সমর্থকরা উপজেলা পরিষদ কার্যালয়ের আশেপাশে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ায় আওয়ামীলীগের লোকজনও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। ফলে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দেয়।
আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ অবস্থান নেয় উপজেলা পরিষদ চত্বরে। দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এই তিনজনকে আটক করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে জানিয়েছেন ওসি ফরহাদ ইমরুল কায়েস।

(এটি/এএস/এপ্রিল ০৯, ২০১৪)