মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত কার্যালয়ের আয়োজনে সোমবার দিনভর সততা সংঘ মেলা অনুষ্ঠিত হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র ওঝা।

জেলা সদরের স্বাধীনতা অঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুপ্রকের সভাপতি মোস্তফা হাওলাদার।

অন্যদের মধ্যে আলোচনা করেন রাজৈর উপজেলা দুপ্রকের সহ-সভাপতি অধ্যাপক ঝর্ণা রানী, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সহকারী প্রধান সমন্বয়কারী মাসুমুল হক, জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক শাহজাহান খান, জেআরসিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবু দাউদ মো. শামীম প্রমুখ।

“সততার প্রদীপ দাও জ্বেলে, দুর্নীতিকে যাও ভুলে” শীর্ষক সততা সংঘ মেলায় ১৫টি স্টল স্থান পায়। মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘ সদস্যরা দিনভর আয়োজিত অনুষ্ঠানে, গল্প, কবিতা, সংগীত, নৃত্যসহ নানা উপস্থাপনা করেন। অনুষ্ঠানে নানা বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(এএসএ/এএস/ডিসেম্বর ১৯, ২০১৬)