বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট থেকে শুরু হয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন  আয়োজিত জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা ‘ফরচুন ট্যুর ডি বাংলাদেশ’। মঙ্গলবার সকালে ঐতিহাসিক পুরাকৃর্ত্তীর শহর বাগেরহাটের হযরত খানজাহান (র:) মাজার মোড় থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদ. অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল, স্পনসারকারী প্রতিষ্ঠান এডিবি অয়েলের হেড অব মার্কেটিং এন্ড সেলস শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, এডিবি ওয়েয়ের জেলারেল ম্যানেজার ইনাম আহমেদ, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ।

প্রথম বাবের মতো বাংলাদেশ এই প্রতিযোগিতায় সেনাবাহিনীসহ ৫টি সার্ভিসেট টিম ও বাগেরহাটসহ ৩টি জেলা ক্রীড়া সংস্থার দেশসেরা ৪০ জন সাইক্লিলিষ্ট ফরচ্যুন ট্যুর ডি বাংলাদেশ রেসে অংশ নেয়। বাগেরহাটের হযরত খানজাহান (র.) দরগাহ গেটের সামনের মহাসড়ক থেকে ৫৩ কিলোমিটার বাগেরহাট-মাওয়া মহাসড়ক দিয়ে প্রতিযোগীরা সাইকেল চালিয়ে গোপালগজ্ঞের পাচুড়িয়া বাজার এলাকায় গিয়ে প্রথম দিনের প্রতিযোগীতা শেষ হবে।

প্রতিযোগীরা গোপালগজ্ঞে রাত্রিযাপন শেষে পর দিন ঢাকা - মাওয়া মহাসড়ক ধরে রাজধানীর হাতিরঝিলে গিয়ে সাইকেল রেসের সমাপ্তি ঘটবে। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আয়োজিত জাতীয় এই সাইক্লিং প্রতিযোগিতা ‘ফরচুন ট্যুর ডি বাংলাদেশ’ এবাই প্রথম বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাগেরহাটে উদ্বোধন হলো।

(একে/এএস/ডিসেম্বর ২০, ২০১৬)