আন্তর্জাতিক ডেস্ক :ইরাকে একটি ইরানি কুর্দিশ দলের সদর দফতরের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরাকের অপেক্ষাকৃত নিরাপদ সায়ত্ত্বশাসিত কুর্দিশ অঞ্চলে এই একটি বিরল হামলা।

কুর্দিশ অঞ্চলের সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী জালাল করিম বলেছেন, রাত ১০টায় কোয়সিনজাগ শহরে বোমা হামলায় ইরানের কুর্দিশ ডেমোক্রেটিক পার্টির পাঁচ সদস্য, নিরাপত্তা বাহিনীর এক সদস্য ও একটি শিশু নিহত হয়। খবরধ এএফপি।




(ওএস/এস/ডিসেম্বর ২১, ২০১৬)