স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন বর্জন নয়, শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি।

আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এমন অবস্থানের কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এই নেতা বলেন, দুঃশাসনের বিরুদ্ধে কাল ভোটবিপ্লব ঘটবে নারায়ণগঞ্জে। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তবে নির্বাচনকে প্রভাবিত করতে নির্বাচনী এলাকার আশপাশে অবস্থান করছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। তাই ভোটদানের পরিবেশ নিরাপদ করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে ফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান রিজভী।

এদিকে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কি না, তা নারায়ণগঞ্জ নির্বাচনেই প্রমাণিত হবে।

সরকারের সদিচ্ছা থাকলে রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠিত হবে বলেও মন্তব্য করেন রিজভী।

(ওএস/এএস/ডিসেম্বর ২১, ২০১৬)