বান্দরবান প্রতিনিধি : রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে সরকার আলোচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সময়-সুযোগ হলে তাদেরকে ফেরত পাঠানো হবে।
 

বুধবার সকালে বান্দরবানে বালাঘাটা পুলিশ লাইন্স স্কুলের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, রোহিঙ্গারা আমাদের সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে। মানবিক কারণে সরকার তাদেরকে সহযোগিতা করছে। সুযোগ হলে তাদেরকে ফেরত পাঠানো হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের মানুষ এখন শান্তিতে রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন হচ্ছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ২১, ২০১৬)