ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জে  ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও  আহত হয়েছে একজন।

জানা গেছে, বুধবার সকালে ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয় সম্মুখে দওপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি নান্দাইল উপজেলার পাঁচদরিল্লা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মোটর সাইকেল চালক রানা (৩৫) ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মোটর সাইকেল আরোহী নান্দাইল পাচঁপাড়া গ্রামের তারা মিয়ার পুত্র জুয়েলকে (২৬) গুরুতর আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

(এনআইএম/এস/ডিসেম্বর ২১, ২০১৬)