নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন।

আহত মিনারা বেগম জানান, একই এলাকার মাসুমের সঙ্গে তার স্বামী মহাব্বত ভান্ডারির দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। মিনারা বেগম তার বাড়িতে ঘর নির্মাণ করার সময় মাসুম, আব্দুল আলী, সেলিনা বেগম, পিয়ারা বেগমসহ অজ্ঞাত ২-৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘর নির্মাণে বাধা দেয়।

এ সময় প্রতিপক্ষের লোকজন স্বামী মহাব্বত ভান্ডারিকে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্ত্রী মিনারা বেগম, ছেলে বাক্কার, মেয়ে রহিমা, শাশুড়ি সালমা বেগম বাঁচাতে এগিয়ে তাদেরকেও কুপিয়ে জখম করে করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকরীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এএস/ডিসেম্বর ২১, ২০১৬)