নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরীগঞ্জে আলু বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় এক শ্রমিক গুরুতর আহত হন।

বুধবার ভোরে কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার পুকুরপাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিতাই ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামে কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান (২৬) ও একই গ্রামের সামছুল হক গাঠুর ছেলে আব্দুর রশিদ (২৭)।

নিতাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি বস্তাভর্তি আলু লোড করে যাওয়ার সময় ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাটের এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় ট্রাকের ওপর থাকা তিন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে কিশোরীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় দুই শ্রমিককে মৃত এবং এক শ্রমিককে আহতাবস্থায় উদ্ধার করে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়।

উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার রেদোয়ানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দুই শ্রমিককে মৃত ও একজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আহত শ্রমিককে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ২১, ২০১৬)