স্টাফ রিপোর্টার : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডোমোক্র্যাটি পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ।

বুধবার বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ১৭ দফা প্রস্তাব উত্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অলি আহমেদ বলেন, আজকে যিনি রাষ্ট্রপতি। তিনি এক সময় সংসদ সদস্য ছিলেন, স্পিকারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নতুন ইসি গঠনে আমরা তাকে অনুরোধ করেছি।

(ওএস/এএস/ডিসেম্বর ২১, ২০১৬)