স্টাফ রিপোর্টার : রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নতুন করে পদ্মা সেতুতে (এডিবি) অর্থায়ন করবে না ।

এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বলেন, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে আনতে এডিবি ঢাকা অফিসের ক্ষমতা বাড়ানো হচ্ছে। এর ফলে প্রকল্পের পরামর্শক নিয়োগসহ অন্যান্য কাজগুলো এখন থেকে এডিবির ঢাকা অফিস সম্পন্ন করতে পারবে। তবে একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে আনতে বাংলাদেশ সরকারকেও প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও মন্ত্রণালয়গুলোর ক্ষমতা বাড়াতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। তাই মাধ্যমিক শিক্ষায় পরিবর্তন আনার পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। যাতে এ শিক্ষাকে শিক্ষার্থীরা কাজে লাগাতে পারে।

(ওএস/জেএ/জুন ১৫, ২০১৪)